নকশালবাড়ি,১২ জানুয়ারিঃ সরকারি জমি দখল করার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ।ধৃতের নাম পানিয়া সিং।ধৃত নকশালবাড়ির বড়ঝড়ুজোতের বাসিন্দা।
নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযোগের পর তদন্তে নেমে নকশালবাড়ির বড়ঝড়ুজোত থেকে পানিয়া সিংকে গ্রেফতার করা হয়। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, ধৃতকে হেফাজতে নিয়ে গোটা ঘটনায় তদন্তে নামবে নকশালবাড়ি থানার পুলিশ। এর আগেও নকল নথি বানিয়ে সরকারি জমি বিক্রির অভিযোগে এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।