শহরে ক্রমশ বাড়ছে অপরাধমূলক কার্যকলাপ, থানায় স্মারকলিপি প্রদান বিজেপির যুব মোর্চার

শিলিগুড়ি,১৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকায় ক্রমশ বাড়ছে অপরাধমূলক কার্যকলাপ।এরই প্রতিবাদে শিলিগুড়ি থানায় স্মারকলিপি প্রদান করল ভারতীয় জনতা যুব মোর্চার ৪ নং মন্ডল কমিটি।বুধবার শিলিগুড়ি থানায় বিক্ষোভ দেখানোর পর একটি দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা।


ভারতীয় জনতা যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলা  সভাপতি অরিজিৎ দাস জানান,সম্প্রতি শিলিগুড়ি পুরনিগমের ২৩নং ওয়ার্ডে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। এর আগেও একাধিক খুনের ঘটনা ঘটেছে। শহরের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। পুলিশ প্রশাসন যাতে এধরণের ঘটনা নিয়ন্ত্রণে আনেন তার দাবি জানান তারা।


One thought on “শহরে ক্রমশ বাড়ছে অপরাধমূলক কার্যকলাপ, থানায় স্মারকলিপি প্রদান বিজেপির যুব মোর্চার

  1. Prasanta Roy says:

    Twitter Twitte kora hoyeche ai bapaer
    ” what’s the role of siliguri police commissioner about the activities of crime” but didn’t take any action still.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibomjojobet girişHOLİGANBETjojobetCasibomcasibomholiganbet girişCasibomholiganbet girişcasibom girişCasibomjojobetcasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanjojobet girişCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelcasibom girişCasibom