আগামী ৬মে শিলিগুড়িতে আয়োজিত হচ্ছে রাজ্যের ৬২তম সিনিয়র স্টেট খো-খো প্রতিযোগিতা

শিলিগুড়ি, ৪ মেঃ শিলিগুড়ি মহকুমা খো-খো সংস্থার পরিচালনায় এবং শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় আগামী ৬ মে আয়োজিত হতে চলেছে ৬২তম সিনিয়র স্টেট খো-খো প্রতিযোগিতা।তিন দিনব্যাপী দিবারাত্রি এই প্রতিযোগিতা চলবে।


বুধবার তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে আয়োজক কমিটির তরফে একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানানো হয়।আয়োজন কমিটির সভাপতি অলোক চক্রবর্তী জানান, শিলিগুড়ি শহর খেলার শহর নামে খ্যাত।বর্তমান সময়ে অন্যান্য খেলার মত খো-খো খেলা শিলিগুড়িতে একটা জায়গা করে নিয়েছে।এবারে রাজ্য ৬২তম খো-খো খেলার প্রতিযোগিতা শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে ৬মে থেকে আয়োজিত হবে।৬তারিখ সাড়ে ৩টে নাগাদ উদ্বোধনী অনুষ্ঠান হবে।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জেলার খেলোয়াড়দের পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশ এই খেলায় অংশগ্রহণ করবেন।

প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, টেবিল টেনিসে বঙ্গরত্ন প্রাপ্ত ভারতী ঘোষ, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *