এনজেপি স্টেশন সহ অন্যান্য স্টেশন গুলিতে বাংলা ভাষা ব্যবহারের দাবিতে সরব ‘এই প্রজন্ম’ সংস্থা  

শিলিগুড়ি, ১২ জুলাইঃ এনজেপি স্টেশন সহ অন্যান্য স্টেশন গুলিতে বাংলা ভাষা ব্যবহারের দাবিতে সরব হল স্বেচ্ছাসেবী সংস্থা ‘এই প্রজন্ম’। এদিন সংস্থার তরফে এনজেপি স্টেশনে রেলের আধিকারিকের হাতে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।


জানা গিয়েছে, বিগত সময়ে এনজেপি স্টেশন সহ শিলিগুড়ি জংশন স্টেশনে বাংলাভাষী মানুষের সুবিদার্থে বাংলা ভাষা ব্যবহার করা হলেও পরিবর্তীতে বাংলা ভাষায় লেখা মুছে ফেলা হয়।রেলদপ্তরের এই সিদ্ধান্তের ফলে চরম অসুবিধের মুখে পড়তে হয় বাংলাভাষী যাত্রীদের।২০১৯ সাল থেকে ফের স্টেশনগুলিতে বাংলা ভাষা যুক্ত করার দাবি জানিয়ে আসছে এই সংস্থা।

রবিবার ফের রেলদপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন সংস্থার সদস্যরা। আগামী ৩০ দিনের মধ্যে তাদের দাবির প্রতি কোনরুপ সহানুভুতি না দেখানো হলে স্টেশন চত্বরে শান্তিপূর্ণ ধর্না প্রদর্শন করবেন বলে জানান সংস্থার কনভেনার অনির্বান দত্ত।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *