শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের পক্ষ থেকে বাঘাযতীন পার্কে শুরু হতে চলেছে ১৪তম শিলিগুড়ি মহকুমা বইমেলা।সাংবাদিক বৈঠক করে জানালেন মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, আগামী ৩০শে নভেম্বর বইমেলার উদ্বোধন হবে।চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।৫০টির বেশি বইয়ের স্টল থাকবে।
এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়াদের বইমুখি করতেই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে।