শিলিগুড়ি, ২১ এপ্রিলঃ নতুনভাবে সেজে উঠবে শিলিগুড়ির সূর্যসেন পার্ক।শুক্রবার পার্ক পরিদর্শন করলেন আর্কিটেক পিআর মেহতা।
জানা গিয়েছে, শিলিগুড়ির সূর্যসেন পার্ককে নতুনভাবে সাজিয়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম।ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ।পুরনিগমের এই ভাবনাকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজ পার্ক সরেজমিনে খতিয়ে দেখলেন আর্কিটেক পিআর মেহতা।উপস্থিত ছিলেন পার্ক ও গার্ডেন্সের মেয়র পারিষদ সিক্তা দে বসু রায় ও অন্যান্য ইঞ্জিনিয়াররা।
পার্কের পুকুর থেকে শুরু করে সমস্ত কিছুই নতুনভাবে তৈরি করা হবে এমনটাই জানিয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।সেইমত পুকুরের কাজও শুরু হয়েছে।পার্কে সবুজায়নের লক্ষ্যে আরও গাছ লাগানো হবে বলে জানা গিয়েছে।
এদিন মেয়র পারিষদ সিক্তা দে বসু রায় জানান, পার্কটিকে সবুজ করে তোলার চিন্তাভাবনা করেছে পুরনিগম।পাশাপাশি শিশুদের খেলনার সামগ্রী গুলি লোহা ও প্লাস্টিকের পরিবর্তে প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরির ভাবনাও চলছে।শিশুদের মনোরঞ্জনের জন্য পাশাপাশি পার্কে পাখি, খরগোশ নিয়ে আসা হবে বলেও জানান তিনি।