শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার তরফে ২৪তম ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসবের আয়োজন

শিলিগুড়ি,১৯ জানুয়ারিঃ শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার তরফে আয়োজিত হল ২৪তম ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব।


‘রক্তের জন্য হাটো’ -এই বার্তা নিয়ে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় সংস্থার তরফে।এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শিলিগুড়ির বাঘা যতীন ময়দানের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ,শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার সদস্যদের পাশাপাশি শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও এনসিসি সদস্যরা অংশগ্রহণ করেন।

সংস্থার সাধারণ সম্পাদক আশীষ ব্রহ্ম জানান, বিগত ২৩বছর ধরে তারা ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন।এবছর  ২৪তম বর্ষে পদার্পণ করেছে তাদের এই ভ্রাম্যমাণ স্বেচ্ছায় রক্তদান শিবির উৎসব। শুধু শিলিগুড়িতে নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ২৬শে জানুয়ারি পর্যন্ত এই রক্তদান শিবির চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMarsbahis YeniMeritking Girişpusulabet girişholiganbet