শিলিগুড়ি, ২৪ নভেম্বরঃ ট্যাব দুর্নীতিতে নৌকাঘাট এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানা।
ধৃতের নাম মেহবুব হুসেন।ধৃত যুবক নৌকাঘাট এলাকার বাসিন্দা।শিলিগুড়িতে অ্যাকাউনটেন্টের কাজ করতো যুবক।ট্যাব দুর্নীতির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছিল।সেই সূত্রেই শনিবার রাতে যুবককে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানা।আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নেওয়া হবে।
অন্যদিকে আলিপুরদুয়ার থেকে একজনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা।ধৃতের নাম প্রবীর দাস।যত দিন যাচ্ছে ততোই জটিল হয়ে পড়ছে ট্যাব দুর্নীতি।দুর্নীতির জাল কতদূর গড়িয়েছে তার তদন্তে পুলিশ।