আগামী কয়েকদিন শহরের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশী, জানাল আবহাওয়া দপ্তর 

শিলিগুড়ি, ৫ আগস্টঃ আগামী কয়েকদিন শিলিগুড়িতে থাকবে প্রচন্ড গরম এমনটাই জানালেন সিকিম আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা।গত ২-৩দিন ধরে প্রচন্ড গরমে নাজেহাল শহরবাসী। এমনটাই চলবে আগামী কয়েকদিন।গতকাল শিলিগুড়ির সব্বোর্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশী। এবছরের রেকর্ড তাপমাত্রা।


আজকেও শিলিগুড়ির তাপমাত্রা ৩৮ ডিগ্রির আশেপাশেই রয়েছে। যদিও আগামী ৮ এবং ৯ আগস্ট পাহাড়, শিলিগুড়ি সহ সংলগ্ন অঞ্চলে বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভবনা নেই।

সিকিম আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, এর আগে মনসুন ট্রাফ উত্তরবঙ্গের ওপর দিয়ে যাওয়ার ফলে আকাশ মেঘলা ছিল এবং বৃষ্টিপাত খুব ভালো হয়েছে। তবে গত ৩-৪ দিন ধরে মনসুন ট্রাফ স্বাভাবিক ছন্দে ফিরে যাওয়ায় আকাশ পরিষ্কার হয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *