শিলিগুড়ি, ৩ ডিসেম্বরঃ গভীর রাতে তারস্বরে বাজছিল ডিজে।অভিযোগ পেয়ে পুলিশ পৌছতেই পাল্টা পুলিশের ভ্যান ভাঙচুর করার অভিযোগ উঠল।শিলিগুড়ি সংলগ্ন হাতিয়াডাঙার নীচ বস্তি এলাকার ঘটনা।
জানা গিয়েছে, নীচবস্তি এলাকায় একটি অনুষ্ঠানে গভীর রাত অবধি ডিজে বাজছিল।এই অভিযোগ পায় পুলিশ।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডিজে বন্ধ করার কথা বললে পাল্টা আশিঘর ফাঁড়ির পুলিশের ভ্যান ভাঙচুর করে সেখানে থাকা লোকজন।পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত লোকজনেরা পুলিশকে ঘেরাও করে ক্ষোভ প্রকাশ করে।
এই ঘটনার খবর পেয়ে আশিঘর ফাঁড়ির ওসি বিশ্বজিৎ ঘোষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।এদিকে পুলিশের ভ্যান ভাঙচুর করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের নাম শ্রাবন পাসওয়ান(২২), সঞ্জয় রজক(৩৪) এবং মহেশ সাহানী(২২)।ধৃত ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।