শিলিগুড়ি, ৫ সেপ্টেম্বরঃ শিক্ষক দিবসে পড়ুয়াদের জন্য এক অন্য আয়োজন। রোজকার মতো মিড ডে মিলে খিচুড়ি, ডিম ভাত, সয়াবিন নয়। সোমবার শিক্ষক দিবসে স্কুলে এসে চেটেপুটে মাংস ভাত খেল পড়ুয়ারা। এই আয়োজন দেখে বেজায় খুশি খুদে পড়ুয়ারা।
শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের সূর্যসেন প্রাথমিক বিদ্যালয়।পড়ুয়ার সংখ্যা ১২৭ জন। প্রতিবছর পড়ুয়াদের নিয়ে শিক্ষক দিবস উদযাপন করেন শিক্ষক শিক্ষিকারা।
কিন্তু এবার পড়ুয়াদের জন্য নিজেদের বেতনের টাকা দিয়ে মাংস ভাত খাওয়ানোর আয়োজন করলেন শিক্ষক শিক্ষিকিরা। সোমবার সকাল থেকেই তার তোড়জোড় ছিল স্কুল জুড়ে। রান্না শেষে পড়ুয়াদের পাত পেড়ে খাওয়ানো হয়। আর সুস্বাদু মাংস ভাত খেয়ে বেজায় খুশিও হল পড়ুয়ারা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জয়িতা পন্ডিত জানান, 'সাধারনত মিড-ডে মিলে ডিম সবজি সয়াবিন এসবই দেওয়া হয়ে থাকে তবে আজ আমাদের উদ্যোগে মাংস ভাতের আয়োজন করা হল। নিজেরা মিলেই সব আয়োজন করেছি'।
Vidyalay Mansha Bhat theek ho lo na