তিস্তায় জারি হল হলুদ সংকেত

জলপাইগুড়ি, ২৬ জুন: তিস্তা নদীর দোমহনী থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি হল হলুদ সংকেত৷


সূত্রের খবর, সেচ দপ্তরের তরফে জারি করা হয় সতর্কতা৷ বৃহস্পতিবার রাত থেকে একটানা বৃষ্টির জেরে তিস্তা নদীতে জলের পরিমাণ স্বাভাবিক এর থেকে অনেকটাই বেড়েছে।

এরপরই দোহমনি থেকে মেখলিগঞ্জের ভারত -বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকাগুলোতে জারি করা হয় হলুদ সংকেত৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking Girişpusulabet girişholiganbetBets10holiganbet girişmarsbahis giriş