তীব্র গরম, নাজেহাল স্কুল পড়ুয়ারা

শিলিগুড়ি,১৬ জুলাইঃ তীব্র দাবদাহে পুড়ছে উত্তরবঙ্গ।অসহ্য গরমে নাজেহাল অবস্থা।আমজনতার কাছেও এই পরিস্থিতি অসহ্য হয়ে উঠেছে।এই অসহনীয় গরমে চরম ভোগান্তিতে স্কুল পড়ুয়ারাও।ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় তীব্র গরমের জেরে অসুস্থ হয়ে পড়েছে পড়ুয়ারা।গরমে প্রাথমিক স্তরের পড়ুয়াদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে।যে কারণে দুশ্চিন্তায় ভুগছেন অভিভাবকেরা।
এই অবস্থায় স্কুলে ছুটি না সময় পরিবর্তন, কোনটা করা উচিত? অভিভাবকদের কাছে এই প্রশ্ন করা হলে বেশিরভাগ অভিভাবকই স্কুলের সময় পরিবর্তনের সপক্ষে নিজেদের মতামত জানান।তারা বলেন, করোনার কারণে পড়াশোনা থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে ছাত্রছাত্রীরা।এই অবস্থায় ফের স্কুল বন্ধ হলে আরও পিছিয়ে পড়বে তারা।তাই পঠনপাঠনের সময় পরিবর্তন করে সকালে করা হোক।যদিও শিক্ষা দপ্তরের নির্দেশ ছাড়া তা সম্ভব নয়।আবার বেশকিছু অভিভাবকদের মতে, যখন রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়া হয়েছিল তখন দক্ষিণবঙ্গে গরম পড়লেও উত্তরবঙ্গের আবহাওয়া অত্যন্ত মনোরম ছিল। কিন্তু বর্তমানে এখানে প্রচন্ড গরম পড়েছে।তাই কিছুদিনের জন্য আবার গরমের ছুটি দেওয়া হোক উত্তরের স্কুলগুলিতে।
আবার অনেকেই জানিয়েছেন, ক্লাসরুমে ফ্যানের ব্যবস্থা থাকলেও এতো ছাত্রছাত্রী থাকায় সেই হাওয়া গায়ে লাগে না বললেই চলে।তাই পরিকাঠামোগত কিছু পরিবর্তনও দরকার।
অন্যদিকে এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষকেরা জানান, এই গরমে সকলের অবস্থাই নাজেহাল।বাচ্চারা যাতে অসুস্থ না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে।পাশাপাশি বাচ্চাদের বেশি করে জল খেতে বলা হচ্ছে।


2 thoughts on “তীব্র গরম, নাজেহাল স্কুল পড়ুয়ারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *