শিলিগুড়ির তিনবাত্তি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত ২, জখম ১

ফুলবাড়ি, ২৯ ডিসেম্বরঃ শিলিগুড়ির তিনবাত্তি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের।ঘটনায় জখম আরও এক যুবক।মৃতরা হল শুভঙ্কর রায়(২২) ও অমিত সরকার(১৯)।আহত যুবকের নাম শুভম রায়(১৯)।তিনজনেরই বাড়ি ফুলবাড়ির পশ্চিম ধনতলায়।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


জানা গিয়েছে, বুধবার রাতে বাইকে করে এশিয়ান হাইওয়ে ২ দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল তিন যুবক।তিনবাত্তি এলাকায় একটি শক্তিমান ট্রাকের সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। ঘটনায় তিনজনই রাস্তায় ছিটকে পড়ে। এনজেপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শুভঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় অমিত। শুভম আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার ওই পরিবারের সঙ্গে দেখা করেন ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ রায়। তিনি পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন।


দিলীপ রায় বলেন, খুবই দুঃখজনক ঘটনা। তবে ওই ছেলেগুলির মাথায় হেলমেট ছিল না। হেলমেট থাকলে হয়তো রক্ষা পেত। পুলিশকে বলব ঘটনার তদন্ত করার পাশাপাশি বাইক আরোহীরা যাতে হেলমেট পড়ে সেদিকটাও নজর রাখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMarsbahis YeniMeritking Giriş