শিলিগুড়ি,২ সেপ্টেম্বরঃ তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে SDO অফিস অভিযান DYFI দার্জিলিং জেলা কমিটির।শুক্রবার "চোর ধরো জেল ভরো" শ্লোগান তুলে মিছিলে হাটেন সংগঠনের সদস্যরা।অন্যদিকে মিছিল আটকাতে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।মিছিলটি মহকুমা দপ্তরের সামনে পৌঁছাতেই তা আটকে দেয় পুলিশ।এরপর সেখানেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে আন্দোলনকারীরা।
পরবর্তীতে দার্জিলিং জেলা DYFI এর সম্পাদক শচীন খাঁতি সহ ছয়জন প্রতিনিধি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তাদের ৯ দফার দাবি সম্মিলিত একটি স্মারকলিপি প্রদান করে।
শচীন খাঁতি বলেন, তৃণমূলের নেতা মন্ত্রীদের ধরার দাবিতে ও শিলিগুড়ি পুরনিগম অভিযানে গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমাদের এই অভিযান।অবিলম্বে এই দাবিগুলো মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।