টোল ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে নকশালবাড়ি টোলপ্লাজায় বিক্ষোভ অটো চালকদের

নকশালবাড়ি, ১৫ ডিসেম্বরঃ সিটি অটোরিকশার টোল ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে নকশালবাড়ি সাতভাইয়া টোলপ্লাজায় বিক্ষোভ দেখালো তৃণমূল অটোরিকশা ইউনিয়ন।


চালকরা জানান, ১০টাকা ট্যাক্স ছিল।এরপর তা ২৫ টাকা করা হয়।এরপর ফের টোল ট্যাক্স বাড়িয়ে ৪৫ টাকা করা হয়েছে।অন্যান্য টোলপ্লাজায় মাসে ৩২৫টাকা ট্যাক্স দিয়ে গাড়ি চলাচল করছে।এই কারণেই এদিন বিক্ষোভে সামিল হন তারা।

অন্যদিকে টোলপ্লাজার ইনচার্জ জানান, ন্যাশনাল হাইওয়ে থেকে আদেশ দেওয়া হয়েছে গাড়িতে ফাস্ট ট্যাগ লাগাতে হবে।তবে ফাস্ট ট্যাগ লাগানো হচ্ছে না।এর আগেও টোল ট্যাক্স বৃদ্ধি নিয়ে টোলপ্লাজায় ভাঙচুর করা হয়েছিল।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *