ট্রাফিক আইন সচেতনতায় NSS ইউনিটের ছাত্রছাত্রীদের নিয়ে পথে নামল কাওয়াখালি ট্রাফিক

শিলিগুড়ি,২৯ ডিসেম্বরঃ শিলিগুড়ির কাওয়াখালি ট্রাফিক পুলিশের তরফে শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ের NSS ইউনিটের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গেটের সামনে ট্রাফিক নিয়ম নিয়ে একটি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হল।


বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে হেলমেটবিহীন বাইক আরোহী ও ট্রাফিক আইন ভঙ্গকারীদের জরিমানা করা হয়।পাশাপাশি তাদের ট্রাফিক আইন নিয়ে সচেতনও করা হয়।ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও সকলকে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর অনুরোধ করা হয়।পাশাপাশি হেলমেটবিহীন বাইক আরোহীদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয়।fic 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO