বাংলাভাগের চক্রান্তের বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল তৃণমূলের

শিলিগুড়ি, ২১ নভেম্বরঃ বাংলাভাগের চক্রান্তের বিরুদ্ধে, পেট্রোল পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ বিজেপি নেতৃত্বদের মদতে বাংলাকে ভাগ করার চক্রান্তের অভিযোগ তুলে শিলিগুড়িতে মিছিল করলো তৃণমূল কংগ্রেস।  


সোমবার শিলিগুড়ির মালাগুড়ি থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।এদিনের মিছিলে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা যোগ দেন।মিছিলটি মাল্লাগুড়ি থেকে শুরু হয়ে হাসমি চকে গিয়ে শেষ হয়।

এদিনের মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ,রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ, তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ চার জেলার  তৃণমূলের সভাপতি সহ অন্যান্যরা।


মিছিল শেষে হাসমি চকে একটি পথসভা করা হয়।সেখানে দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘বাংলা ভাগ হবে না।পাহাড় থেকে সমতল ইউনাইটেড বেঙ্গল’।

অন্যদিকে গেরুয়া শিবিরকে একহাত নিয়ে সায়নী ঘোষ বলেন, বিজেপি রাজ্য ভাগের জিগির তুলছে কিন্তু লাভ হবে না।এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও একহাত নেন তিনি।বলেন, আগে তৃণমূলের ক্ষতি করেছিল এখন বিজেপির ক্ষতি করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *