জম্মুর নওগাঁয় প্রবল তুষারপাতে শহীদ মাদারিহাটের বাসিন্দা গঙ্গা বারা

আলিপুরদুয়ার,১৪ জানুয়ারিঃ জম্মুর নওগাঁয় প্রবল তুষারপাতে মৃত্যু হয়েছে বিএসএফ এর ৭৭ নম্বর ব‍্যাটালিয়নের চারজন জওয়ানের।এদের মধ্যে একজন জওয়ান আলিপুরদুয়ারের মাদারিহাটের বন্ধ মুজনাই চা বাগানের ৫ নম্বর লাইনের বাসিন্দা।মৃত ওই জওয়ানের নাম গঙ্গা বারা।


জানা গিয়েছে,২০১১ সালে বিএসএফ কনস্টেবল পদে যোগদান করেছিল গঙ্গা বারা।শেষ দীপাবলির আগে ছুটিতে বাড়িতে এসেছিল গঙ্গা।মঙ্গলবার সকাল ৮টা নাগাদ তার মৃত্যুর খবর বাড়িতে এসে পৌছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSCASİBOM GİRİŞ