শিলিগুড়ি, ১৫ অক্টোম্বরঃ উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি।
প্রশাসন সূত্রে খবর, আগামী ১৭ অক্টোম্বর বাগডোগরা বিমানবন্দরে নেমে সরাসরি চলে যাবেন মালবাজারে।সেখানে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন।জেলা প্রশাসন সূত্রে খবর, শিলিগুড়িতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি।কাওয়াখালি মাঠেই এই অনুষ্ঠান হতে পারে।
এই কারণে শনিবার দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নমবলম ও শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী সহ পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকেরা কাওয়াখালি মাঠ পরিদর্শন করেন।পাশাপাশি কাওয়াখালির বিশ্ব বাংলা শিল্পী হাটে একটি বৈঠকও করেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা।