অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বাড়লো নিরাপত্তা, বসছে ‘হাই সিকিউরিটি ডোর’

শিলিগুড়ি, ২৯ অক্টোবরঃ অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বাড়লো নিরাপত্তা।বসানো হবে অত্যাধুনিক ‘হাই সিকিউরিটি ডোর’।এছাড়াও নতুন করে বসানো হবে সিসিটিভি ক্যামেরা।


আরজি করের ঘটনার পর রাজ্যজুড়ে সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য বিক্ষোভে সামিলে হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা।সুপ্রিম কোর্টও রাজ্য সরকারকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেয়।সেই নির্দেশ মত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়া হল।  

উত্তরবঙ্গ মেডিক্যালে ২৮টি নতুন অত্যাধুনিক হাই সিকিউরিটি ডোর বসতে চলেছে।মেডিক্যালের বিভিন্ন বিভাগের চিকিৎসকদের রেস্ট রুমগুলিতে এই অত্যাধুনিক ডোর বসানো হবে।দরজার বাইরে থাকবে ‘ফিঙ্গার প্রিন্ট মেশিন’।সেই মেশিনে চিকিৎসকদের হাতের ছাপ দিলে তবেই খুলবে দরজা।এছাড়াও নতুন করে আরও ৪১টি সিসিটিভি ক্যামেরা মেডিক্যাল চত্বরে লাগানো হবে।


উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, মেডিক্যালের ৪৪টি রেস্ট রুম নতুন করে সংস্কার করা হয়েছে।প্রথম দফায় ২৮টি ‘হাই সিকিউরিটি ডোর’ লাগানোর কাজ শুরু করা হয়েছে।নতুন করে আরও ৪১টি সিসিটিভি লাগানোর কাজ হবে।৬০ জন অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।এছাড়াও নজরদারি বাড়াতে ক্যাম্পাসজুড়ে টহলদারি বাড়িয়েছে পুলিশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis YeniBets10 Giriş