শিলিগুড়ি, ২৬ মার্চঃ আগামী ২৮ মার্চ বেকার বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক ডিওয়াইএফআই এর।এই বিষয়ে আজ অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী।
এদিন মীনাক্ষী মুখার্জী জানান, বেকার যুবদের চাকরি নিয়ে প্রশ্ন করা হলে তা এড়ানোর চেষ্টা করে সরকার।আগামী ২৮ মার্চ বেকার বিরোধী দিবসে রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থী ও সাধারণ মানুষ এদিন উত্তরকন্যায় যাবেন।রাজ্যের বেকার যুবদের কিছু প্রশ্ন রয়েছে সেইকথা বলতেই এই উত্তরকন্যা অভিযান।
বাংলা পিছিয়ে পড়ছে বলে রাজ্য সরকারকে একহাত নেন মীনাক্ষী মুখার্জী।জাল ওষুধ, চা বাগানের শ্রমিকদের জমি লুট নিয়েও সরব হন তিনি।নদী থেকে বেআইনিভাবে বালু পাথর উত্তোলন সহ বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরেন মীনাক্ষী মুখার্জী।