নকশালবাড়ি, ২৬ মার্চঃ নকশালবাড়িতে জেলা সম্মেলনের আয়োজন করলো ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস।
রবিবার নকশালবাড়ি পানিঘাটা মোড়ে জেলা সম্মেলন আয়োজিত হয়।এদিন জেলার বিভিন্ন প্রান্তের সদস্যরা সম্মেলনে অংশ নেন।
এই বিষয়ে সংগঠনের রাজ্য সম্পাদক দীপক সাহা জানান, কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের সরকার দুই সরকার শ্রমিক শিল্প ও দেশকে বেসরকারিকরণের পথে নিয়ে যাচ্ছে।কোভিড সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ১৫কোটি শ্রমিক কাজ হারিয়েছে।নতুন শ্রম আইনে শ্রমিকদের অধিকার খর্ব করে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হয়েছে।রেল, বিমা, ব্যাঙ্ক বেসরকারিকরণ করে দিয়েছে।এই সরকার ফ্যাসিস্ট পদ্ধতিতে চলার চেষ্টা করছে তার বিরুদ্ধে এই লড়াই।