বন্দে ভারতের সুরক্ষায় এবার হোয়াটস অ্যাপ গ্রুপ! বিশেষ নজরদারি জিআরপি’র

শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ বন্দে ভারত এক্সপ্রেসে পাথর মেরে কাঁচ ভাঙার ঘটনায় এবার জিআরপি এর তরফে বিশেষ নজরদারি। বন্দে ভারতের সুরক্ষায় জিআরপি এর তরফে বিশেষ হোয়াটস অ্যাপ গ্রুপ বানানো হচ্ছে। সেই গ্রুপে থাকবেন উত্তরবঙ্গের প্রতিটি স্টেশনের জিআরপি এর আইসি, ওসিরা। স্টেশনগুলি বন্দে ভারত পার করলেই সঙ্গে সঙ্গে পরিস্থিতির কথা জানানো হবে সেই গ্রুপে।


এছাড়াও এবার আরপিএফের পাশাপাশি জিআরপিও থাকবে বন্দে ভারত এক্সপ্রেসে। জিআরপি এর তরফে কয়েকজন পুলিশ কর্মী এনজেপি থেকে হাওড়া পর্যন্ত যাবেন।

বন্দে ভারত চালু হতেই কুমারগঞ্জ স্টেশনের কাছে পাথর মেরে ভাঙা হয় ট্রেনের দরজার কাঁচ।মঙ্গলবার এনজেপি ঢোকার মুখেও পাথর মারা হয়। দুটি ঘটনায় জিআরপি এর তরফেও তদন্ত করা হবে।


জিআরপি এর এসপি, এস সেলভামুরুগান জানান, হোয়াটস গ্রুপ বানানো হয়েছে। যেখানে স্টেশনগুলি বন্দে ভারত এক্সপ্রেস পার করলেই জানানো হবে গ্রুপে।এছাড়াও এনজেপি থেকে এখন বন্দে ভারতেও থাকবে জিআরপি এর পুলিশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *