বন্দে ভারতেকে লক্ষ্য করে ছোঁড়া হল পাথর, অভিযোগ দায়ের করল উত্তর-পূর্ব সীমান্ত রেল

নিউজ ডেস্কঃ এনজেপি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা নিয়ে নিন্দায় সরব অনেকেই। ঘটনায় অভিযোগ দায়ের করল উত্তর-পূর্ব সীমান্ত রেল।মঙ্গলবার মালদহের সামসি স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে।বিষয়টি নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন কাটিহার ডিভিশনের কর্তারা।


সোমবার সন্ধ্যায় মালদহ জেলার কুমারগঞ্জে হাওড়াগামী বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটে।পাথরের আঘাতে ট্রেনটির সি-১৩ কোচের একটি দরজার কাঁচ ভেঙে যায়।সামনে আসে সেই ভাঙা দরজার ছবি। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয় নিন্দার ঝড়।ইতিমধ্যেই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।পাশাপাশি ঘটনা নিয়ে মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন কাটিহার ডিভিশনের কর্তারা।পাথর ছোড়ার জন্য বন্দে ভারতের যে ক্ষতি হয়েছে, তার রির্পোটও তৈরি করা হচ্ছে।ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় আইবি।

অন্যদিকে এই গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।এই ঘটনায় যাতে এনআইএ-কে দিয়ে তদন্ত করানো হয় টুইট করে প্রধানমন্ত্রী এবং রেল মন্ত্রককে আর্জি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে টুইট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Girişcasibomcasibomcasibom 780