শিলিগুড়ি,২৫ জানুয়ারিঃ যুবতীকে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল আশিঘর ফাঁড়ির পুলিশ।ধৃতরা হল সঞ্জয় রায়,গোপাল রায় ও দুর্লভ রায়।
সূত্রের খবর, নির্যাতিতা যুবতি তার বাবার সঙ্গে বাড়িতে থাকত।তার বাবা নাইট গার্ড হিসেবে কাজ করে।যে কারনে রাতে বাড়িতে একাই থাকত যুবতীকে।অভিযোগ, সেই সুযোগে গত ২০ জানুয়ারি পাঁচজন যুবক মিলে ধর্ষণ করে যুবতীকে।এমনকি কাওকে এই বিষয়ে জানালে যুবতীকে প্রাণে মারার হুমকিও দেয় অভিযুক্তরা।এরপর ২১ জানুয়ারি ফের গণ ধর্ষণের শিকার হয় যুবতি।অভিযোগ, সেদিন তিন যুবক মিলে যুবতীকে ধর্ষণ করে।এদিকে কোনভাবে বিষয়টি জানতে পারেন এলাকাবাসীরা।এরপরই ওই তিনযুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
অন্যদিকে যুবতীর বাবা এই বিষয়ে আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।এরপরই ধৃতদের আদালতে পেশ করে পাঁচদিনের পুলিশি হেফাজতে নেয় আশিঘর ফাঁড়ির পুলিশ।ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।