উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা, ভেস্তে গেল ওপেন হাউস সভা

শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওপেন হাউস সভাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ও বিশৃঙ্খলা ছড়াল।


জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তর নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছেই।এই কারণে আজ উপাচার্যের তরফে বিশ্ববিদ্যালয় চত্বরে একটি ওপেন হাউস সভা ডাকা হয়।যেখানে সমস্ত স্তরের মানুষ উপস্থিত ছিলেন।তবে সভা শুরুর এক ঘন্টার মধ্যেই তা ভেস্তে গেল।এদিন ঘরের ভেতর ওপেন হাউস নয়, ঘরের বাইরে করতে হবে।এই দাবি নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়, চলে স্লোগান এরফলে বন্ধ হয়ে যায় ওপেন হাউস।ক্ষোভে ফেটে পড়েন সভায় যোগ দিতে আসা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী থেকে শুরু করে এলাকাবাসী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এদিন উপাচার্য জানান, প্রশ্ন চলাকালীন কারো পছন্দ না হ‌ওয়ায় বিক্ষোভ শুরু হয়।বহিরাগতরাই বিক্ষোভ করেছে।আগামীদিনে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগে ওপেন হাউস হবে জানান উপাচার্য।


বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলে, জমি কেলেঙ্কারির বিষয় প্রথমে আলোচনা হোক, তারপর অন্য বিষয়।এই কারণে আজ সকলে ওপেন হাউসে প্রতিবাদ জানান।

 

One thought on “উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা, ভেস্তে গেল ওপেন হাউস সভা

  1. Anubhab Chattopadhyay says:

    Land er problem take taratari mitiye diye kaaj take suru kore dilei toh bhalo hoye, eto politics korar dorkar ki? Jeta hocche, seta student der bhalor jonnoi toh hocche. North Bengal e ekta bhalo institution hobe, student raa bhalo job pabe. Ajotha politics kore kono lav nei. North Bengal University er 60% land khali hoye pore aache. Sekhankar kichu angsho jodi Private Institution ke dewa hoye, tate problem taa kothay? Emniteo toh ekhon India te sob kichu private hocche, Government aar kotai baa aache. Aar private e chance pawao sohoj. Siliguri er oonek land ekhon Private Company kine niye sekhane boro boro jinish banacche. Toh eita korte apotti kothay?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *