ভিআইপি রোডে বন্ধ ট্যাঙ্কার চলাচল, ক্ষোভে পথ অবরোধ ট্যাঙ্কার মালিক ও চালকদের

শিলিগুড়ি, ৫ ডিসেম্বরঃ এনজেপির ভিআইপি রোডের বেহাল দশা।মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।কিছুদিন আগে দুর্ঘটনায় মৃত্যু হয় এক স্কুল পড়ুয়ার।এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।শুরু করা হয় রাস্তা সংস্কারের কাজ।তবে  বড় গাড়ি চলাচলের ক্ষেত্রে বেশকিছু বিধিনিষেধ আনা হয়েছে।প্রথমে সকাল ও বিকেলে নিয়ম করে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।তবে সোমবার হঠাৎই   ভিআইপি রোড়ে সম্পূর্ণ রুপে তেলের ট্যাঙ্কার চলাচল বন্ধ করার নির্দেশ দেয় পুলিশ প্রশাসন।এতেই ক্ষুব্ধ হন ট্যাঙ্কার মালিক ও চালকরা।সোমবার  সকাল থেকেই আইওসি রোডে গাড়ি চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখান তারা।


আন্দোলনকারীরা জানান, শুধুমাত্র ট্যাঙ্কারের ক্ষেত্রে কেন এমন নির্দেশিকা, অন্য গাড়ির ক্ষেত্রে নয় কেন?নিয়ম হলে সব গাড়ির ক্ষেত্রে একই নিয়ম হওয়া উচিত।যতক্ষণ প্রশাসন সঠিক মনোভাব না দেখাবে ততক্ষন  এই পথ অবরোধ চলবে বলে জানান তারা।

পরবর্তীতে এনজেপি থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে পথ অবরোধ তুলে নেন তারা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *