স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে বিবেক চেতনা উৎসবের আয়োজন

নকশালবাড়ি, ১২ জানুয়ারিঃ পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় নকশালবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্মজয়ন্তী উপলক্ষে বিবেক চেতনা উৎসবের আয়োজন করা হল।


এদিন অনুষ্ঠানের শুরুতে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।পাশাপাশি শিক্ষার্থী ও সমাজসেবীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকশালবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিন্দম মন্ডল সহ অন্যান্য আধিকারিক ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobet girişHOLİGANBETjojobetcasibomholiganbet girişCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbet