শিলিগুড়ি,৬ আগস্টঃ ভরদুপুরে দোকানের ক্যাশবাক্স ভেঙে প্রায় ২ লক্ষ টাকা হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতী।শনিবার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড় এলাকায়।এলাকার একটি ব্যাটারির দোকানে ঘটনাটি ঘটেছে।
দোকান মালিক ধ্রুব গুপ্তা জানান, প্রতিদিনের মতো এদিনও দোকানের শাটার খুলে রেখে পাশের হোটেল খেতে গিয়েছিলেন তিনি।কিছুক্ষণ পরে দোকানে ফিরে এসে দেখেন ক্যাশবাক্স খোলা রয়েছে এবং প্রায় ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী।
দিনেদুপুরে এমন ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।