শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ সামসিয়া হাই মাদ্রাসা স্কুলে সরকারি কর্মসূচির মাধ্যমে প্রায় ১৫০ জন যৌনকর্মীর ভোটার কার্ডের নাম নথিভুক্ত করা হল।
জানা গিয়েছে, বহুবছর ধরে যৌনকর্মীরা ভোটার লিস্টে নাম নথীভুক্তকরণের চেষ্টা করছিলেন।বিভিন্ন কারণে তারা নাম নথীভুক্ত করতে পারছিলেন না।এবারে সরকারি উদ্যোগে যৌনকর্মীদের ভোটার তালিকায় নাম নথীভুক্ত করণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল, এসডিও সহ অন্যান্যরা।
এই বিষয়ে জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল জানান, এই কর্মসূচি প্রত্যেক বছরই করা হয়।শুধু যৌনকর্মীরা নয় তাদের পাশাপাশি তৃতীয় লিঙ্গ ও যারা গৃহহীন তাদের জন্য বিশেষ ক্যাম্প করে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করা হচ্ছে।
এই বিষয়ে যৌনকর্মীরা বলেন, তারা বহু বছর ধরে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার জন্য চেষ্টা করেও হয়নি।এবার তাদের নাম নথিভুক্ত হওয়ায় বেজায় খুশি তারা।ভোটার লিস্টের নাম নথিভুক্ত করার জন্য বিভিন্ন প্রমাণপত্রের প্রয়োজন হয় যা এতদিন তাদের কাছে ছিল না।সে কারণে দীর্ঘদিন ধরে তারা ভোটার লিস্টের নাম নথিভুক্ত করতে পারছিলেন না।তবে সরকারের এই উদ্যোগে খুশি তারা।