ভুটান সীমান্তে আফ্রিকান সোয়াইন ফিভারের আতঙ্ক, সতর্ক করল জেলা প্রশাসন

আলিপুরদুয়ার, ২৮ মেঃ ভুটানে ছড়িয়েছে আফ্রিকান সোয়াইন ফিভার।ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁ ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে সতর্ক করল আলিপুরদুয়ার জেলা প্রশাসন।


শুক্রবার আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় জেলার সমস্ত আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন আলিপুরদুয়ারের জেলাশাসক।

জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির এক্সিকিউটিভ অফিসার  ভূষণ শেরপা বলেন, চলতি মাসের ২৫ তারিখ ভুটান সরকারের পক্ষ থেকে আলিপুরদুয়ারের জেলাশাসককে আফ্রিকান সোয়াইন ফিভারের বিষয়ে জানানো হয়।সেইমতো জেলাশাসক বিষয়টি নিয়ে সতর্ক করেন জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটিকে।জয়গাঁ ও পাশ্ববর্তী এলাকায় শূকরের মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।প্রশাসনের চোখে ধুলো দিয়ে একাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।আগামীকাল থেকে এই আফ্রিকান সোয়াইন ফিভারের সংক্রমণ থেকে রক্ষা পেতে সীমান্তবর্তী শহর জয়ঁগা ও তার পার্শ্ববর্তী এলাকায় শূকরগুলিকে ভ্যাকসিন দেওয়া হবে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *