রাজগঞ্জ, ২১ সেপ্টেম্বরঃ পথ দুর্ঘটনায় মৃত দুঃস্থ সবজি বিক্রেতার পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল আমবাড়ির ফাঁড়ির পুলিশ।বৃহস্পতিবার আমবাড়ি ফাঁড়ির ওসি সন্দীপ দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীরা গিয়ে সেই পরিবারেকে চাল,আটা সহ নানান সামগ্রীর পাশাপাশি আর্থিক সাহায্য তুলে দেন। এছাড়া সবরকম ভাবে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তারা।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে সাহুডাঙ্গি – আমবাড়ি রাজ্য সড়কে পথ দূর্ঘটনার মৃত্যু হয় সবজি বিক্রেতা দুলাল আচার্যের। তিনি রাজগঞ্জের আমবাড়ির বিজনেস কলোনিতে থাকতেন।দুঃস্থ পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বৃদ্ধা মা। আজ সেই পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমবাড়ি ফাঁড়ির পুলিশেরা।
মৃত দুলাল আচার্যের বোন জানান, আজ আমবাড়ির থানার বড়বাবু সহ অন্যান্য পুলিশরা এসে আমাদের খাদ্য সামগ্রী ও টাকা দিয়ে সাহায্য করলেন। আমারা খুব গরীব।এতে আমাদের অনেক সুবিধা হলো। আগামীতেও পাশে থাকবেন বলে জানিয়েছেন তারা।