শিলিগুড়ি, ৮ ডিসেম্বরঃ শিলিগুড়িতে বিপ্লবী বাদল গুপ্তের প্রয়াণ দিবস পালন করা হল।
১৯৩০ সালের ৮ ডিসেম্বর বিনয়-বাদল-দীনেশ ইউরোপীয় বেশভুষার ছদ্মবেশ নিয়ে রাইটার্স বিল্ডিংয়ে হামলা চালান।বাদল গুপ্ত ছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্স বিপ্লবী দলের সবচেয়ে ছোটো সদস্য। বিনয়, বাদল, দীনেশ কেউই পুলিশের হাতে ধরা দিতে চাননি।বাদল গুপ্ত পটাশিয়াম সাইনাইড খেয়ে মৃত্যুবরণ করেন।
এই দিনটি প্রতিবছর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়।রবিবার জলপাইমোড়ে বিবাদী চকে শিলিগুড়ি পুরনিগমের শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ও চার নম্বর বরোর ব্যবস্থাপনায় বিপ্লবী বাদল গুপ্তের মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র গৌতম দেব।
উপস্থিত ছিলেন শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মেয়র পারিষদ শোভা সুব্বা, চার নম্বর বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা সহ অন্যান্য কর্মকর্তারা।