শিলিগুড়ি, ২৭ নভেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন কলোনি এলাকায় জঙ্গল থেকে বাজারের ব্যাগে উদ্ধার হল নবজাতক শিশু।ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গিয়েছে, বুধবার নিরঞ্জননগর কলোনিতে রাস্তার পাশে থাকা জঙ্গলে একটি ব্যাগ দেখতে পান নির্মীয়মান বিল্ডিংয়ে কর্মরত শ্রমিকেরা।সেই ব্যাগ থেকে উদ্ধার হয় নবজাতক শিশু।তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে।খবর পেয়েই এলাকায় পৌঁছায় পুলিশ।
নবজাতক শিশুটিকে ব্যাগের মধ্যে কে বা কারা ফেলে রেখে গিয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ।