করোনার প্রভাব, শিলিগুড়িতে বনজের ভেষজ আবিরের চাহিদা তুঙ্গে

শিলিগুড়ি, ৭ মার্চঃ করোনা আতঙ্কে দোলে ভরসা ভেষজ আবিরেরচাহিদাও পাল্লা দিয়ে বাড়ছেপ্রতিবার বনজের ভেষজ আবির কিনতে শিলিগুড়িতে বিভিন্ন স্টোরে ভিড় দেখা যায় প্রচুর মানুষের


এবছর বিভিন্ন জায়গা থেকে শিলিগুড়িতে আমদানি হওয়া আবির নিয়ে অনেকেই আতঙ্কে রয়েছেনকেউ ভাবছেন সেই আবিরে থাকতে পারে করোনা ভাইরাসওতাই শেষমেষ ভরসা বনজের আবিরএবছর শিলিগুড়িতে প্রায় ১০ কুইন্টাল আবির আনা হয়েছিলযা প্রায় শেষের দিকে২৮ ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু হয়েছিলশনিবার অধিকাংশ বনজের স্টোরে গিয়ে দেখা গেল আবিরের স্টক প্রায় শেষ

রবীন্দ্রনগরের বাসিন্দা প্রদীপ দাস বলেন, বনজের আবিরে ভরসা থাকে যে রাসায়নিক জিনিস ব্যবহার করা হয়না। আর এই বছর করোনা নিয়েও আতঙ্কে রয়েছি। তাই বনজের আবির দিয়ে দোল খেলা হবে।


বনজের স্টোরের কর্মীদের বক্তব্য, করোনা আতঙ্কের জেরে গতবারের থেকে এবার প্রায় দ্বিগুণ বেশী চাহিদা। তাই জোগান দিতেও সমস্যায় পড়তে হচ্ছে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *