শিলিগুড়ি, ৫ এপ্রিলঃ কাজের সূত্রে সিকিমে গিয়েছিলেন শিলিগুড়ির সৌরভ।কিন্তু সেখান থেকে ফিরলো তাঁর নিথর দেহ।
বুধবার বিকেলে শিলিগুড়ির শক্তিগড়ে বাড়িতে নিয়ে আসা হয় সৌরভ রায় চৌধুরীর মরদেহ।মৃতদেহ বাড়িতে পৌছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।মৃতের বাড়িতে যান শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
প্রসঙ্গত, সিকিমের ১৫ মাইলের কাছে তুষারধসে মৃত্যু হয় শিলিগুড়ির শক্তিগড়ের বাসিন্দা সৌরভ রায় চৌধুরীর।বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন।কাজের সূত্রে সিকিমে গিয়েছিলেন সৌরভ।মঙ্গলবার ছুটি থাকায় দুই সহকর্মীর সঙ্গে ছাঙ্গুর দিকে গিয়েছিলেন।সেখানে ১৫ মাইলের কাছে তুষারধসে মারা যায় তিনি।সৌরভের মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।