খড়িবাড়ি, ১৫ এপ্রিলঃ খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে ভারত নেপাল সীমান্তে জাল আধার কার্ড সহ গ্রেফতার এক বাংলাদেশী।বাংলাদেশীকে সহায়তার অভিযোগে গ্রেফতার আরও এক ভারতীয় যুবক।
জানা গিয়েছে, ধৃত দুজন জাল আধার কার্ড ও কোভিড সার্টিফিকেট দেখিয়ে চোখ পরীক্ষার নাম করে নেপালে প্রবেশের উদ্দেশ্যে ছিল।তাঁর আগে এসএসবির ৪১নং ব্যাটেলিয়ানের জওয়ানদের সন্দেহ হলে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।জেরায় বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে একজন।ধৃতের নাম মহম্মদ মোসেদুর রহমান।বাংলাদেশের কুড়ি গ্ৰামের বাসিন্দা।অন্যদিকে ধৃত ভারতীয় এক্রামুল হক কোচবিহারের বাসিন্দা।
ধৃত বাংলাদেশীর কাছে থেকে জাল আধার কার্ড ও বাংলাদেশি পার্সপোট উদ্ধার হয়েছে।ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দিলে আজ তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।