বিকল সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তাহীনতায় ভুগছে এনজেপি থানা এলাকার বাসিন্দারা

শিলিগুড়ি, ১৬ জুলাইঃ কয়েকমাস ধরেই অকেজো হয়ে রয়েছে এনজেপি থানা এলাকার বিভিন্ন জায়গার সিসিটিভি ক্যামেরা, ফলে আরও বাড়ছে চুরি-ছিনতাই এর মত ঘটনা, নিরাপত্তাহীনতায় ভুগছে বাসিন্দারা। এমনিতেই চুরি-ছিনতাই-ডাকাতির ঘটনায় এনজেপি এলাকা মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসে, তারমধ্যে আরও চিন্তা বাড়াচ্ছে অকেজো সিসিটিভি। অনেক ব্যাবসায়ীদেরই ঘুম উড়েছে।


২০২১ সালের ১১ই মে শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং এনজিপি থানা এলাকায় ৬৩ টি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেছিলেন।ক্যামেরার নজরদারির মূল কন্ট্রোলরুম করা হয়েছিল এনজেপি থানা চত্বরেই। তবে রক্ষণাবেক্ষনের অভাবে এখন প্রায় সমস্ত সিসিটিভি ক্যামেরাই বিকল। অভিযোগ, এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই পুলিশ প্রশাসনের। এনজেপি থানার বিভিন্ন এলাকায় এখন বেড়েই চলেছে চুরির ঘটনা, যার জেরে একপ্রকার ভয়েই থাকেন ব্যাবসায়ীরা। চাপা উত্তেজনারও সৃষ্টি হয়েছে ব্যাবসায়ী মহলে।

অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি জয় টুডু বলেন, এনজেপি থানা এলাকায় পুলিশ প্রতিদিন নাকাচেকিং চালাচ্ছে, এছাড়া বিকল সিসিটিভি ক্যামেরাগুলিকে খুব শীঘ্রই ঠিক করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *