রাজগঞ্জ,৮ এপ্রিলঃ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে জন্মদিন পালন অন্বেষার। শনিবার রাজগঞ্জের হাওড়া সাউথ পয়েন্ট হ্যান্ডিক্যাপড চিলড্রেন হোমের বিশেষ চাহিদা প্রায় ৪১ জন আবাসিকদের নিয়ে জন্মদিন পালন করলেন অন্বেষা মোদক। এদিন সেই আবাসিকের ছোট ছোট বাচ্চাদের নিয়ে কেক কেটে, তাদের চকলেট, বেলুন,খাতা-কলম ও খাবারের প্যাকেট দিয়ে জন্মদিন পালন করেন তিনি।
অন্বেষা মোদক বলেন, আজ আমার ২০ তম জন্মদিন। প্রতিবছর বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করা হয়৷ কিন্তু এবছর পরিবারের সঙ্গে এসে এই ছোট ভাই বোনেদের সাথে কেক কেটে জন্মদিন পালন করতে পেরে ও তাদের সাথে সময় কাটাতে পেরে খুব ভালো লাগলো। আমার ইচ্ছে আগামীতেও এই ভাবেই তাদের সাথে জন্মদিন পালন করব।