পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবিতে শিলিগুড়িতে বিজেপির মিছিল আটকে দিল পুলিশ  

শিলিগুড়ি, ১৩ নভেম্বরঃ পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবিতে সরব হয়েছে বিজেপি।


শনিবার শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক জেলা কমিটির তরফে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়।মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী সহ জেলা বিজেপির নেতৃত্বরা। তবে কিছুটা দূর যেতেই মিছিল আটকে দেয় পুলিশ।পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে চলে বাদানুবাদ।এদিকে মিছিলকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য মোতায়ন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজু বিস্ত বলেন, অন্যান্য রাজ্য যেখানে পেট্রোপণ্যের উপর ভ্যাটে ছাড় দিয়েছে সেখানে পশ্চিমবঙ্গ ছাড় দেয়নি।পেট্রোপণ্যের দাম না কমানো অবধি এভাবেই বিক্ষোভ মিছিল চলবে।তিনি আরও বলেন, পুলিশ যেভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিল আটকে দিচ্ছে তাতে মনে হচ্ছে পুলিশকর্মীরা সাধারণ মানুষের জন্য নন, তারা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *