আলিপুরদুয়ারে বিজেপির ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা, চললো জলকামান, ফাটানো হল টিয়ার গ্যাসের শেল

আলিপুরদুয়ার, ২ সেপ্টেম্বরঃ আলিপুরদুয়ারে বিজেপির ঘেরাও কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল।বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে চললো জলকামান, ফাটানো হয় টিয়ার গ্যাসের শেল।


আরজি করের ঘটনা নিয়ে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি আলিপুরদুয়ারের জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা ঘেরা অভিযান কর্মসূচি গ্রহণ করে বিজেপি।সাংসদ মনোজ টিগ্গা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা আলিপুরদুয়ার চৌপথী বিএম ক্লাব ময়দান থেকে মিছিল করে ডুয়ার্সকন্যায় যায়।মিছিলটি ডুয়ার্সকন্যার সামনে পৌছতেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।

ডুয়ার্সকন্যার সামনে বিশাল ব্যারিকেড দেওয়া হয় পুলিশের তরফে।ব্যারিকেড ভাঙা শুরু করতেই বিজেপি কর্মীদের উপর জলকামান, টিয়ার গ্যাসের শেল ছোঁড়া হয়।এরফলে সাংসদ মনোজ টিগ্গা সহ অন্যান্য বিজেপি কর্মীরা আহত হন।পরবর্তীতে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা। 


এদিন সাংসদ মনোজ টিগ্গা বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল।কিন্তু পুলিশ জলকামান ও টিয়ার গ্যাসের শেল ছুঁড়েছে।এরফলে আমাদের কর্মীরা আহত হয়েছেন।আন্দোলন আরও তীব্র হবে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO