শিলিগুড়ি, ২৩ মার্চঃ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করলো এসওজি এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।ধৃতদের নাম গুলাম আলি এবং নায়র আলি।গুলাম মালদার কালিয়াচকের এবং নায়র শালুগাড়ার বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির মহাকালপল্লী এলাকায় মহানন্দা ব্রিজের নীচে দুজনকে সন্দেহের ভিত্তিতে আটক করে এসওজি এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫৮৩ গ্রাম ব্রাউন সুগার।এরপরই দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, গুলাম আলি গতকাল রাতে নায়র আলিকে ব্রাউন সুগার ডেলিভারি দিতে গিয়েছিল।তবে তাঁর আগেই দুজনকে গ্রেফতার করে পুলিশ।উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ তাদের আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।