খড়িবাড়ি, ২৫ জুনঃ ব্রাউন সুগার সহ এক মহিলা এবং এক ব্যক্তিকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ।ধৃতদের নাম অরুণ বর্মন(৩৫) এবং রত্না বর্মন।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে পানীট্যাঙ্কির রামধনজোতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম ব্রাউন সুগার সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।