করোনা আতঙ্কে লোকসানে পর্যটন শিল্প, কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপের আবেদন ব্যবসায়ীদের

শিলিগুড়ি,১৯ মার্চঃ দেশজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে চরম লোকসানে পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা। এই অবস্থায় লিজ হোটেল মালিকদের সাহায্যার্থে কেন্দ্র ও রাজ্য সরকারকে এগিয়ে আসার আবেদন জানাল হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল এন্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্ক।


আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে সংগঠনের সদস্য রাজ বসু জানান, বর্তমানে করোনা ভাইরাসের কারণে উত্তরবঙ্গ, সিকিমের পর্যটন ব্যবসা মুখ থুবরে পড়েছে। তিনি আরও জানান, এই পর্যটন ব্যবসায় প্রায় ৯০% ব্যবসায়ী লিজ নিয়ে হোটেল ব্যবসা করে থাকেন। এই মুহূর্তে পাহাড়ে ৬২ হাজার ও ডুয়ার্সে প্রায় ৭০ হাজার কর্মী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত রয়েছেন। বর্তমান পরিস্থিতির ফলে প্রায় সকলেই আর্থিক সংকটে ভুগছেন। এই মুহূর্তে  প্রতিদিন ১১ কোটি টাকা লোকসানের মুখে পড়ছে ব্যবসায়ীরা। সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যে পর্যটন ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জা্নিয়েছেন। তিনি আশাবাদী বিষয়টি কেন্দ্র ও রাজ্য সরকার বিবেচনার সহিত দেখবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *