দেশে করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ছুঁইছুঁই, আক্রান্ত ৩,৫৪,০৬৫

দিল্লি, ১৭ জুনঃ করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে।দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ লক্ষ ৫৪ হাজার।গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৯৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।মোট আক্রান্তের সংখ্যা ৩,৫৪,০৬৫।


দেশে মৃতের সংখ্যা ১২ হাজার ছুঁইছুঁই।গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু, একদিনে ২০০৩ জনের মৃত্যু হয়েছে।মোট মৃতের সংখ্যা ১১,৯০৩।দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৫৫,২২৭।ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১,৮৬,৯৩৫ জন।

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৩,৪৪৫।তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮,০১৯।দিল্লিতে আক্রান্ত ৪৪,৬৮৮।গুজরাতে আক্রান্ত হয়েছেন ২৪,৫৭৭।উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা ১৪,০৯১।রাজস্থানে আক্রান্তের সংখ্যা ১৩,২১৬।মধ্য প্রদেশে আক্রান্তের সংখ্যা ১১,০৮৩।  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişJOJOBETjojobet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom canlı casinohttps://casibom-resmi-girisi.com/