দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৬ লক্ষ ৯৭ হাজার, মৃত ১৯,৬৯৩

দিল্লি, ৬ জুলাইঃ দেশে করোনা আক্রান্তের বেড়ে দাঁড়াল ৬,৯৭,৪১৩।গত ২৪ ঘণ্টায় ২৪,২৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৯,৬৯৩।গত ২৪ ঘণ্টায় ৪২৫ জনের মৃত্যু হয়েছে।বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২,৫৩,২৮৭।ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৪,২৪,৪৩৩ জন।


মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২,০৬,৬১৯।তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১,১১,১৫১।দিল্লিতে আক্রান্ত ৯৯,৪৪৪।গুজরাতে আক্রান্তের সংখ্যা ৩৬,০৩৭।উত্তর প্রদেশে আক্রান্তের সংখ্যা ২৭,৭০৭।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSCASİBOM GİRİŞ