ছেলের জন্মদিনের অনুষ্ঠান বাতিল করে করোনা মোকাবিলায় অর্থ সাহায্য করলেন শিলিগুড়ির বাসিন্দা

শিলিগুড়ি, ৪ এপ্রিলঃ ছেলের জন্মদিনের যাবতীয় অনুষ্ঠান বাতিল করে সেই অর্থ জনস্বার্থে প্রদান করলেন শিলিগুড়ি অরবিন্দ পল্লীর বাসিন্দা বাপন ঘোষ।


বাপন ঘোষের ছেলে রুদ্রায়ন এবারে পাঁচ বছরে পা দিল।এই পরিস্থিতিতে জন্মদিনের সমস্ত পরিকল্পনাই বাতিল হয়েছে।তবে আফসোস নেই ছোট্ট রুদ্রায়নের।বাবা-মার কর্মকাণ্ডে সহমত পোষণ করেছে সেও।

এদিন মানুষের সাহায্যার্থে মন্ত্রী গৌতম দেবের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার ও প্রধানমন্ত্রীর তহবিলে ২৫ হাজার টাকা প্রদান করেন বাপন ঘোষ।শুধু তাই নয় প্রায় ২০০ কেজি চাল, ডাল অন্যান্য আনুসাঙ্গিক সামগ্রী গরীব মানুষের মধ্যে বিলি করেন তিনি।


তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খোদ মন্ত্রী গৌতম দেব।অন্যদিকে, ছেলের জন্মদিন একটু অন্যভাবে পালন করে গর্ববোধ করছেন বাপন ঘোষ ও তার স্ত্রী। তারা জানান, মানুষের সাহায্য করতে পেরে তারা খুশি।বাবা-মায়ের এই কাজে সামিল হতে পেরে খুশি ছোট্ট রুদ্রায়নও।

2 thoughts on “ছেলের জন্মদিনের অনুষ্ঠান বাতিল করে করোনা মোকাবিলায় অর্থ সাহায্য করলেন শিলিগুড়ির বাসিন্দা

  1. Goutam roy says:

    Sir Amar barite khaora nai plz help me now sir Amar choto bachar moke vaat dibo ektu help koro sir plz
    Amar name =goutam Roy
    Bari =siliguri dagapur Bandijote
    Dst=Darjeeling

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Casibom GirişJojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme BonuslarCasibom Girişcasibomcasibomcasibom girişbonus fırsatıDeneme Bonusu 2024bonus 2024CASİBOMcasibomcasibom girişAvrupa Yakası Escortcasibom girişcasibomcasibomcasicasibom