শিলিগুড়ি,১৯ এপ্রিলঃ করোনা পরিস্থিতিতে দুবছর ধরে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলি।যে কারণে পড়াশোনায় অনেকটাই পিছিয়ে পড়েছে পড়ুয়ারা।তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে ফের খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।কিন্তু কলেজ অধ্যাপক-অধ্যাপিকাদের ছুটিতে বিপাকে কলেজ পড়ুয়ারা।তাই অবিলম্বে এই ছুটি বাতিল করে শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক রাখার দাবি জানিয়ে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান করল তৃণমূল ছাত্র পরিষদ।
মঙ্গলবার শিলিগুড়ি কলেজ চত্বরে বিক্ষোভও প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা।সংগঠনের সাধারন সম্পাদক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, অধ্যাপকদের অভাবে কলেজের ক্লাস বিঘ্নিত হচ্ছে।সেই কারনে আজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ ডঃ সুজিত ঘোষকে স্বারকলিপি প্রদান করা হল।