রাজগঞ্জ, ২০ জুনঃ দুয়ারে রেশনের মাধ্যমে ঘরে ঘরে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ শুরু রাজগঞ্জে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো শুরু হল ঘরে ঘরে জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিতরণ।
শুক্রবার থেকে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত সাহুডাঙ্গি সংলগ্ন এলাকায় ‘দুয়ারে রেশন’ প্রকল্পের মাধ্যমে এই বিশেষ প্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে।
গত মাসের অক্ষয় তৃতীয়ার দিনে দীঘার সমুদ্র সৈকতের পাশে নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছিলেন, রাজ্যের প্রতিটি মানুষ যাতে জগন্নাথ দেবের আশীর্বাদ পান, তার জন্য এই মন্দিরের মহাপ্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।সেই ঘোষণা অনুযায়ী রাজগঞ্জে শুরু হয়েছে মহাপ্রসাদ বিতরণ।
জানা গিয়েছে, ২০ জুন থেকে শুরু হয়ে এই প্রসাদ বিতরণ চলবে ২৬ জুন পর্যন্ত।নির্দিষ্ট এলাকার রেশন ডিলারদের মাধ্যমে প্রতিটি উপভোক্তার ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে এই মহাপ্রসাদ।প্রসাদের প্যাকেটে থাকছে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি আর রয়েছে একটি গজা ও একটি সন্দেশ।
এদিন রেশন ডিলার চিত্তরঞ্জন রায় বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের প্রত্যেক রেশন ডিলারের মাধ্যমে এই প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।সেই মোতাবেক আজ থেকেই আমরা দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এই প্রসাদ বিতরণ শুরু করেছি।